শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাসাতে থেকে বিরক্ত হয়ে উঠেছেন মোহাম্মদ হাফিজও

করোনা ভাইরাসের কারণে বাকি সবার মতো গৃহবন্দী পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। ঘরে বসে থেকে স্ত্রীর কথা শুনতে শুনতে বিরক্ত এই তারকা। বাইরে বের হওয়া মানা। বের হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় চলে আসতে হবে। সব রকমের মানবসংস্পর্শ এড়িয়ে চলতে হবে। তবেই হার মানবে করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী মহামারি। মোহাম্মদ হাফিজও তাই উপায় না পেয়ে ঘরে বসে আছেন।

মোহাম্মদ হাফিজ অত শত করেননি। তিনি চুপচাপ বাসাতেই আছেন। আর এই বাসাতে থাকতে থাকতেই বিরক্ত হয়ে উঠেছেন। বাসায় থাকা মানে চব্বিশ ঘণ্টা স্ত্রীর সঙ্গে বসবাস। কাজ থাকলে, খেলা থাকলে বা অনুশীলনে গেলে তাও স্ত্রীর সঙ্গে দিনের একটা বড় অংশ দেখা হয় না, এখন তো সেটাও হচ্ছে না। কোয়ারেন্টিনের দিনগুলোাতে তাই স্ত্রীর বকবক শুনতে শুনতে কান বড় হয়ে গেছে হাফিজের। এমনটা আর কেউ নয়, হাফিজই বলেছেন! টানা পাঁচ দিন ধরে শুধু বউয়ের কথা শুনছেন হাফিজ। আর তাতেই ত্যক্ত-বিরক্ত তিনি। নিজের ‘বিরক্তি’ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ