ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বিশ্বে আক্রান্ত সংখ্যা ১০ লাখ ও মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

স্পেনে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৯৫০ জন

সংগ্রাম অনলাইন ডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।আর মারা গেছে প্রায় ৫৩ হাজার মানুষ।সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

করোনাভাইরাসে এক লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় দেড় মাস সময় নেয়। সেটি ১০ লাখে রুপান্তরিত হতে সময় লাগলো আরো দেড় মাসের মত।

গত প্রায় এক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

এর মধ্যে এক চতুর্থাংশ আক্রান্তই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, আর আক্রান্তদের প্রায় অর্ধেক ইউরোপে।

বৃহস্পতিবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গিয়েছেন ১,১৬৯ জন। এখন পর্যন্ত যে কোনো দেশে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার হিসেবে এটিই সর্বোচ্চ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষ মারা গেলেন। আর আক্রান্ত হয়েছেন ১,৪৪,০০০ জন।

স্পেনের কর্তৃপক্ষ জানায় তাদের দেশে আগের ২৪ ঘন্টায় ৯৫০ জন মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। স্পেনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে।

আগের দিনের চেয়ে আক্রান্তের হার বৃদ্ধি হয়েছে প্রায় ৮%, যা এর আগের কয়েকদিনও একই রকম ছিল। এর ফলে বিশেষজ্ঞরা ধারণা করছেন স্পেন তাদের দেশে প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী কিছুদিনেরে মধ্যে সংক্রমণের হার কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সংখ্যার হিসেবে ইতালির পরে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেনে এরই মধ্যে প্রায় ৯ লাখ মানুষ কর্মহীন হয়েছে।-বিবিসি

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ