শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আল্লামা সাঈদীর মুক্তি দাবি

বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন, মুফাসসিরে কুরআন বাংলার আলেম সমাজের মধ্যমনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ অর্ধ-শতাব্দী যাবৎ দেশে বিদেশে পবিত্র কুরআনের তাফসীর পেশ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি দু-দু’বার নিজ এলাকা থেকে এম.পি নির্বাচিত হয়ে দেশীয় ও জাতীয় উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনে ইসলমী জীবন যাপনে উদ্ধুদ্ধ হয়েছে। তাই মানুষ তাকে হৃদয় দিয়ে ভালবাসে। যার মুখে কুরআনের তাফসীর শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে, পেয়েছে সত্য পথের সন্ধান। লক্ষ তরুণ পেয়েছে আলোর দিশা, বহু অমুসলিম তার তাফসীর শুনে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি আজ সুদীর্ঘ ১০ বছর কারাগারে  বন্দী আছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। ডায়বেটিকসহ নানা জটিল রোগে তিনি আক্রান্ত। বর্তমানে বাংলাদেশসহ বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসে ব্যাপক সংক্রমনে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এহেন পরিস্থিতিতে আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীর ভাবে উদ্বিগ্ন। সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে তার মুক্তি চায়। ইতি মধ্যে বৈশ্বিক মহামারি উপলক্ষে অনেক দেশে কারা বন্দীদের মুক্তি দিচ্ছে। এহেন পরিস্থিতিতে, মানবিক, ধর্মীয়, অসুস্থতা ও বয়সের বিবেচনায় আল্লামা সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতাগন হলেন: অধ্যক্ষ মুফতি মাওঃ  মোঃ সালাউদ্দিন, অধ্যক্ষ মাওঃ আবদুল লতিফ, মাওলানা আবুল বাশার মাদানী, ড. মাওলানা জহিরুল হক, মুফতি মাওঃ মিজানুর রহমান, মুফতি মাওঃ আমিনুল ইসলাম, মুফতি মাওঃ আবু ইউসুফ, মাওলানা  গোলাম মাওলা ফারুকী, মাওলানা গোলাম মাওলা হামিদী, মুহাদ্দিস মাওঃ জয়লান আবেদীন, মাওঃ মিজানুর রহমান আতিকী, মাওঃ জাহিদউল্লাহ, মাওঃ আশেকউল্লাহ, মাওঃ মোস্তফা কামাল, মাওঃ আবদুস সালাম, মাওঃ খলিলুর রহমান, মাওঃ কামালুল কাউছার, মাওঃ ফারুক হোছাইন, মাওঃ আবদুল আজিজ, মাওঃ মোঃ ইউনুস  প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ