বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে ৩ হাজার ৭ শ ৩৪ জন ৬ জন করোনা সনাক্ত

রংপুর অফিস : রংপুর বিভাগের ৮ জেলায় গতকাল বুধবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও ২১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই বিভাগের রংপুরে ১ জন এবং গাইবান্ধাায় ৫ জন সহ মোট ৬ জন করোনা রোগী এ পর্যন্ত সনাক্ত হয়েছে বলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে। তবে গত ২৪ ঘন্টায় কোন রোগী সনাক্ত হয়নি। 
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় ৩ জন, দিনাজপুরে ২, গাইবান্ধায় ১২, কুড়িগ্রামে ৪০, নীলফামারীতে ১৫০,এবং ঠাকুরগাঁও জেলায় ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সময়ে লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি। গতকাল ৮ ই এপ্রিল বুধবার সকাল ৮ টা পর্যন্ত এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁঁড়িয়েছে ৩ হাজার ৭শ ৩৪ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ও করোনা ভাইরাস সংক্রান্ত ফোকাল পার্সন ডাক্তার জওয়াহেরুল আলম সিদ্দিকী জানান, গতকাল বুধবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে ৫৫৪ জন এবং এ পর্যন্ত ৩ হাজার ১৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া রংপুরে ১ জন, পঞ্চগড়ে ১ এবং গাইবান্ধায় ৪ জনকে আইসোলেশনে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৫৪ জন। এর মধ্যে দিনাজপুরে ২৩, গাইবান্ধায় ১৭৪ জন, কুড়িগ্রামে ৬৯, লালমনিরহাটে ২০, নীলফামারীতে ১৫২, পঞ্চগড়ে ১৪, রংপুরে ৬৭ এবং ঠাকুরগাঁও জেলায় ৩৫ জন সহ মোট ৫৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই এখন পর্যন্ত সুস্থ রয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ