শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ইংল্যান্ডের পাল্টা জবাবে জমে উঠেছে হেডিংলি টেস্ট 

স্পোর্টস ডেস্ক : আগেরদিন শিষ্যদের সেরাটা নিংড়ে দিতে বলেছিলেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। কারণ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় একটা লড়াই দিতেই হত। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে তার দেখা পাওয়ায় জমে উঠেছে লড়াই, দারুণ এক ফলের আশায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া উভয়ই! দ্বিতীয় ইনিংসে আড়াইশও পার করতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ২৪৬ রানে। এরআগেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ইংল্যান্ডের। দাঁড়িয়ে গেছে ৩৫৯ রানের বিশাল এক লক্ষ্য। দ্বিতীয় দিনের ১৭১ রানের সঙ্গে বাকি ৪ উইকেটে আরও ৭৫ রান যোগ করে দ্বিতীয় ইনিংস শেষ করেছে অজিরা। রানটা হয়তো আরও বাড়তে পারত, যদি অপরপ্রান্তে একজন সঙ্গী পেতেন মার্নাস লাবুশেন।

স্মিথের বদলি হিসেবে দলে জায়গা পাওয়া তরুণ সবাইকে মুগ্ধ করেই চলেছেন। ভাগ্য সহায় থাকলে পেতে পারতেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিও। সপ্তম উইকেটে ৫১ রান তোলার পর সঙ্গী জেমস প্যাটিনসন ২০ রানে আউট হয়ে গেলে খানিকটা চাপে পড়ে যান লাবুশেন। এরপর দ্রুতই প্যাট কামিন্স ফিরলে ওভারের শেষ দিকে স্ট্রাইক পরিবর্তনের তাড়া থেকেই করে বসেন ভুল। ১৮৭ বলে ধৈর্য্য ধরে খেলে ৮০ রান করার পর যখন একটু একটু করে পরিষ্কার হচ্ছে সেঞ্চুরির পথ, তখনই রানআউটে কাটা পড়েন। কিছুক্ষণ বাদে অলআউট হয় অজিরাও।ইংলিশ বোলারদের হয়ে কমবেশি সাফল্য পেয়েছেন সবাই। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া জফরা আর্চার এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট। প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হওয়া ইংল্যান্ড চাপে ছিল দ্বিতীয় ইনিংসের শুরুতেও। ষষ্ঠ ওভারেই হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রোরি বার্নস। তার পরের ওভারে বোল্ড হয়ে সাদা পোশাকে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেন ৮ রান জমানো আরেক ওপেনার জেসন রয়। ইংল্যান্ডের রান তখন সবে মাত্র ১৫। এরপর থেকেই ঘুরে দাঁড়ানো ইংলিশদের। তৃতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে জয়ের মঞ্চ গড়েছেন অধিনায়ক জো রুট ও জো ডেনলি। ইংলিশ অধিনায়ক অপরাজিত আছেন ৭৫ রানে। সঙ্গী ডেনলির অবশ্য শেষবেলায় ফিরেছেন ৫০ করে। স্বাগতিকরা ৩ উইকেটে ১৫৬ তুলে তৃতীয় দিন শেষ করেছে। জিততে আরও ২০৩ রান করতে হবে। হাতে ৭ উইকেট, আর পুরো দুটো দিন পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ