শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাগুরা সংবাদদাতা : মানসম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা-এই প্রতিপাদ্য নিয়ে এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ সাধন ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরীর উদ্দেশ্যে, গতকাল সকালে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসের রাধানগর ক্লাষ্টার অফিসার মোঃ আলী হাসান এর সার্বিক পরিচালনায় ও এলাকার শিক্ষানুরাগী শিক্ষক  ও স্থানীয় ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায়, ২য় বারের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে  ৩য় ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০১৯ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হল সুপারের দায়িত্বে নিয়োজিত  থাকা মোঃ মনিরুজ্জামান খান  আমাদের প্রতিনিধিকে জানান ২য় বারের মত এ মেধা যাচাই পরীক্ষায়  রাধানগর ক্লাষ্টারের ২০ টি প্রাঁথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ কর্তৃক ২০% হারে বাছাইকৃত ৩য় শ্রেণির ১২৯ জন ও ৪র্থ শ্রেণির ১১৮ জন, সর্বমোট-২৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৬ জনকে ট্যালেন্টপুলে ও ৪৪ জনকে সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হবে। কেন্দ্র সচিব মোঃ আইবুল আজম জানান কেন্দ্রে মোট ৭টি কক্ষের জন্য ৯ জন কক্ষ পরিদর্শক নিয়োজিত ছিলো। কক্ষগুলোর নাম ১/ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ২/ কাজী নজরুল ইসলাম  ৩/ কবি জসিম উদ্দিন ৪/ বেগম রোকেয়া ৫/ ফররুখ আহমেদ ৬/ কবি গোলাম মোস্তফা ও , ৭/ কবি কাজী কাদের নেওয়াজ কক্ষ। এই ব্যতিক্রমি মহতি উদ্দোগ  সম্পর্কে শ্রীপুর উপজেলা  সহকারি শিক্ষা অফিসার মোঃ আলী হাসানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন--  মানসম্মত শিশু শিক্ষার উন্নয়ন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে অভিভাবকদের সচেতনার মাধ্যমে পরীক্ষা ভীতি দূর করা ও শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুত করে গড়ে তোলা।

অনলাইন আপডেট

আর্কাইভ