বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

সাইফ স্পোর্টিংকে হারিয়ে পঞ্চম স্থানে মোহামেডান  

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দারুণ উজ্জীবিত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের তুললো আরো ওপরে। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদাকালোরা ২-১ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি পঞ্চম স্থানে উঠে এসেছে। অপরদিকে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে এসে ছন্দহীন সাইফ স্পোর্টিং। আগের ম্যাচে ড্রয়ের পর এবার তারা হেরে গেছে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে। দুই আফ্রিকানে ওপর ভর করে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউই। তবে বিরতির পর আক্রমণে এগিয়ে থেকে জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান।শন লেনের দল এগিয়ে যায় ৫২ মিনিটে। সোলেমানের ক্রসে রাকিব খান ইভানের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেই মৌসুমে প্রথম খেলতে আসা ক্যামেরুনের ইয়াসান কোয়াচিং লক্ষ্যভেদ করেছেন। ৫৫ মিনিটে সোলেমান দিয়াবাতের শট গোলকিপার রুখে না দিলে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সেটি না হওয়ায় ৬৯ মিনিটে সমতা ফিরিয়ে আনে সাইফ স্পোর্টিং। 

মারাজ হোসেন বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল কাঁপান। অবশ্য এর পরেও হাল ছেড়ে দেয়নি মোহামেডান। শেষ দিকে ৮৪ মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে সোলেমান দিয়াবাতে অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করেছেন। যা তার লিগের ১১তম গোল।মোহামেডান লিগের ১৪ ম্যাচ শেষে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বিপরীতে সাইফ স্পোর্টিং সমান ম্যাচে পঞ্চম হারে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ