কেনার পরে বাড়িতে কত দিন রাখতে পারেন টুথপেস্ট?
অনেকেই অফারে কম দামে কেনার সুযোগ পেলে, একসঙ্গে দু’-তিনটি টুথপেস্টের টিউব কিনে ফেলেন। সেই টুথপেস্ট দীর্ঘ দিন ধরে পড়ে থাকে বাড়িতে। একটা শেষ হলেই তবে নতুন টিউব খোলার দরকার পড়ে। বাড়িতে সদস্য সংখ্যা কম থাকলে, কারও কারও বাড়িতে কয়েক বছর পর্যন্ত পড়ে থাকে এই টুথপেস্টের টিউব। এভাবে টুথপেস্ট রেখে দেওয়া কি ঠিক? পুরনো টুথপেস্ট কত দিন ব্যবহার করতে পারেন? জেনে নেওয়া দরকার টুথপেস্টে কী কী থাকে? ফ্লুরাইড, ডিটারজেন্ট, এন্টি সেনসিটিভিটি এজেন্ট বা উপাদান, পারঅক্সাইড, হিউম্যাকটেন্ট(ময়েশ্চার কমানোর ওষুধ) ও এন্টি মাইক্রোবায়ালস। কোম্পানি-ভেদে আরও কিছু কিছু উপাদানও থাকে। ‘বাসল’ নামক জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, টুথপেস্টের বেশ কিছু উপাদান সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। ফলে কমে যেতে পারে তার ক্ষমতা। সেক্ষেত্রে জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যেতে পারে এই টুথপেস্টের। তাতে দাঁতের বা মাড়ির নানা ধরনের সংক্রমণ হতে পারে। সেটি আটকাতে পারবে না এই পুরনো টুথপেস্ট। কত দিন পর্যন্ত রেখে দেওয়া যায় টুথপেস্ট? বিশেষজ্ঞরা বলছেন, ১ বছরের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে ফেলা উচিত। তার পরেই এটির ক্ষমতা কমতে থাকে। তবে ২ বছরের বেশি পুরনো টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। সেক্ষেত্রে আর কোনও কাজই হয় না। পুরনো টুথপেস্ট সরাসরি শরীরের কোনও ক্ষতি করে না। কিন্তু যে কারণে টুথপেস্ট ব্যবহার করা সেটিও আর হয় না এক্ষেত্রে। জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে না পুরনো টুথপেস্টের। একটা জরুরী কথা। একই ব্রান্ডের টুথপেস্ট সারা বছর ব্যবহার করা উচিত নয়, কারণ এটা প্রতিরোধী হয়ে উঠতে পারে, তাতে জীবাণু আর ধ্বংস হয় না। পেস্টে বদল আনলে এটা আর হতে পারে না। তথ্যসূত্র : ইন্টারনেট।