নেক্সট-জেনারেশন জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসএক্স

সংগ্রাম অনলাইন ডেস্ক: স্পেসএক্স নতুন একটি জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ইউএস মিলিটারির পক্ষে গেল মঙ্গলবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে প্রতিষ্ঠানটি। সিএনএন।
নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্পেসএক্স গ্লোবাল পজিশনিং সিস্টেম, স্মার্টফোনে থাকা নেভিগেশন স্যাটেলাইট অ্যাপ, যুদ্ধকালীন কার্যক্রম পরিচালনা কার্যক্রম শক্তিশালীকরণের চেষ্টা অব্যাহত রাখল।
ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে স্যাটেলাইটটি কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়।
স্যাটেলাইটটি উৎক্ষেপণের বিভিন্ন ভিডিও টুইট করে স্পেসএক্স বিষয়টি নিশ্চিত করেছে। এই স্যাটেলাইটকে বলা হচ্ছে নেক্সট-জেনারেশন জিপিএস স্যাটেলাইট।