ঢাকা, মঙ্গলবার 03 October 2023, ১৮ আশ্বিন ১৪৩০,১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

খরচ কমাতে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল

সংগ্রাম অনলাইন ডেস্ক:  কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিনভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল ইনকরপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে, সংখ্যায় যা ছয় হাজার।

মূল্যস্ফীতি ও ব্যক্তিগত কম্পিউটারের বিক্রি কমে যাওয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

খরচ কমানোর অংশ হিসেবে ডেল এরইমধ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে, বন্ধ রাখা হয়েছে ভ্রমণও। তাতেও তেমন সুফল না মেলায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মীদের দেওয়া এক মেমোতে জানিয়েছেন সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ ক্লার্ক।

ক্লার্ক বলেন, আমরা যা জানি তা হলো একটি অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে বাজারের অবস্থা ক্রমাগত ছোট হচ্ছে। ব্যয় কমাতে ডেল কর্তৃপক্ষ চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করছে, যা জানুয়ারিতে শেষ হয়েছে।

২০২২ সালের ২৮ জানুয়ারির হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ডেলের কর্মী সংখ্যা ১ লাখ ৩৩ হাজার। যার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে।

এদিকে, ডেলের প্রতিদ্বন্দ্বী এইচপিও ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে।

সূত্র : রয়টার্স

অনলাইন আপডেট

আর্কাইভ