রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

ফুলপাখির জগৎ  

 ফুলের নাম মালতি

বর্ষার বর্ষণে প্রকৃতি সতেজ হয়, মসৃণ হয়, গেয়ে উঠে নবরূপে। বিকশিত হয় নতুনভাবে। সে তখন তার রূপের ডালি নিয়ে আমাদের সামনে হাজির হয়। চারদিকে ভেজা বাতাসের সাথে ছড়িয়ে পড়ে ফুলের গন্ধ। তখন কদম-কেয়ার সাথে পাল্লা দিয়ে মালতিও তার গন্ধ বিলাতে শুরু করে। হাজারো ফুলের মাঝে আমরা মালতির কথা ভুলে গেলেও সে কিন্তু তার রূপের ডালি সাজাতে মোটেই ভুল করে না। সে তার ব্যক্তিত্ব আর স্বতন্ত্র জানান দিতে প্রকৃতির বুকে জেগে উঠে নতুনভাবে। মালতির বৈজ্ঞানিক নাম: Aganosma Dichotoma,  এটা Apocynaceae (Oleander family)  পরিবারের একটি উদ্ভিদ। কবি-সাহিত্যিকরা লিখেছেন মালতি ফুল নিয়ে অনেক লেখা। 

মালতি দুর্লভ ফুলগুলোর অন্যতম। 

কাষ্ঠললতার জাতীয় গাছ; ও দীর্ঘজীবী। বয়স বাড়ার সাথে সাথে বৃহদাকার হয়ে ওঠে। পাতা আয়তাকার, সাইজ ৮ সেমি লম্বা, বোটা ও শিরা লালচে রঙের। ফুলের রঙ সাদা, সুগন্ধিযুক্ত, গড়নের দিক থেকে অনেকটা শিউলি ফুলের মতো, পাপড়ি মোড়ানো। বৃতি ৫, লম্বা ও চোখা। এটি সাধারণত বর্ষাকালে ফোটে। এর পাতা ও ফুল আমাদের মন ভরিয়ে দেয়। তার মোহনীয় রূপ মাধুরী দিয়ে আমাদের হৃদয়-মন কেড়ে নেয়। মালতির রূপ শোভা, সৌরভ, সৌন্দর্য আর এর সতেজ সবুজ পাতার নাচন দেখে আমাদের মনের মধ্যে ভিন্ন এক হিল্লোল খেলা করে।

অনলাইন আপডেট

আর্কাইভ