শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩
Online Edition

কবিতা

মেঘ-বৃষ্টি আলোর দেশে

ফররুখ আহমদ

 

মেঘ-বৃষ্টি আলোর দেশে

সুরুজ ওঠে রাঙা বেশে,

পথের পাশে পদ্ম ফোটে,

মৌমাছিরা আপনি জোটে।

 

মেঘ-বৃষ্টি-আলোর দেশে

মনটা শুধু বেড়ায় হেসে,

শালিক ডাকে সজনে গাছে

ঝিঙে মাচায় ফিঙে নাচে।

 

মেঘ-বৃষ্টি-আলোর দেশে

বাদল ধনু হাওয়ায় মেশে

রোদ্দুরে রঙ ঝিলিক দিয়ে

হঠাৎ কোথায় যায় মিলিয়ে।

 

মেঘ-বৃষ্টি-আলোর দেশে 

পলাশ ফোটে বনের কেশে,

শিমুল পারুল চম্পা ডাকে

কর্ণফুলি নদীর বাঁকে।

 

মেঘ-বৃষ্টি-আলোর দেশে

দূরের মানুষ দাঁড়ায় এসে,

আম-কাঁঠালের ছায়ায় ঘেরা

পায় যে কুটির মায়ায় ঘেরা।

 

মেঘ-বৃষ্টি-আলোর দেশে

সন্ধ্যা নামে দিনের শেষে।

কিসসা কথা সাজ আসরে

শুনি সকল ঘরে ঘরে।

অনলাইন আপডেট

আর্কাইভ