রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

পাখি ও পশুদের লড়াই 

অনুবাদ: টি এইচ মাহির

একসময় বনের সব পশু পাখিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রত্যেকে পশু পাখিদের কিভাবে হারানো যায় তা নিয়ে আলোচনা করার জন্য একটি যুদ্ধের সমাবেশ আয়োজন করলো।

একটি ছোট কালো পিঁপড়া পশু পরিষদে গিয়ে তাদের পরিকল্পনার কথা শুনলো। তারপর সে পাখিদের কাছে গিয়ে ঘটনার বর্ণনা দিলো। সে পাখিদের শিখিয়ে দিলো কিভাবে পশুদের প্রতিহত করা যায়।

পিঁপড়াটি বলল “শেয়াল পশুদের যুদ্ধপ্রধান হবে এবং তার লেজ হবে তাদের সংকেত। যতক্ষণ শেয়াল তার লেজ ধরে রাখে, ততক্ষণ প্রাণীরা এগিয়ে যাবে এবং লড়াই করবে। কিন্তু শেয়াল তার লেজ নামানোর সাথে সাথেই সব পশুরা পালিয়ে যাবে।"

এদিকে পাখিদের রাজা ঈগল ঘটনা শুনে তাদের পরিষদে মৌমাছি আনতে একজন দূত পাঠালো।

ঈগল মৌমাছিকে শিখিয়ে দিলো কিভাবে শেয়ালের লেজে কামড় দিবে এবং পাখিরা বিজয়ী হবে।

তারপর যুদ্ধ শুরু হলো। পাখিরা উড়ে গেল পশুদের সাথে লড়াই করতে। ছোট্ট মৌমাছি গিয়ে শিয়ালটিকে খুঁজে পেল। শেয়াল তার লেজ উঁচু করে পশুদের নেতৃত্ব দিচ্ছিল। মৌমাছি শেয়ালের লেজে কামড়ে ধরলো এবং হুল ফোটাতে লাগল।

যতক্ষণ শিয়াল আর সহ্য করতে না পারে ততক্ষণ সে হুল ফোটাতে থাকলো। একসময় শেয়াল ব্যথায় তার লেজ নিচে নামিয়ে ফেলে এবং সব পশুকে নিয়ে পালিয়ে গেল। পাখিরা যুদ্ধে জয়ী হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ