রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

কবিতা

সবার আমি ছাত্র 

সুনির্মল বসু

আকাশ আমায় শিক্ষা দিল

উদার হতে ভাই রে,

কর্মী হবার মন্ত্র আমি

বায়ুর কাছে পাই রে।

 

পাহাড় শিখায় তাহার সমান-

হই যেন ভাই মৌন-মহান,

খোলা মাঠের উপদেশে-

দিল-খোলা হই তাই রে।

 

সূর্য আমায় মন্ত্রণা দেয়

আপন তেজে জ্বলতে,

চাঁদ শিখাল হাসতে মোরে,

মধুর কথা বলতে।

ইঙ্গিতে তার শিখায় সাগর-

অন্তর হোক রতœ-আকর;

নদীর কাছে শিক্ষা পেলাম

আপন বেগে চলতে।

 

মাটির কাছে সহিষ্ণুতা

পেলাম আমি শিক্ষা,

আপন কাজে কঠোর হতে

পাষাণ দিল দীক্ষা।

অনলাইন আপডেট

আর্কাইভ