কবিতা
দেশকে ভালোবাসি
শফিক সাগর
বাংলাদেশে জন্ম আমার
বাংলা প্রাণের ভাষা
এই দেশেরই আকাশ বাতাস
আমার বাঁচার আশা।
সাম্য-নীতির গড়বো স্বদেশ
ছবি আঁকি মনে
দেশের জন্য জীবন বাজি
রাখতে পারি রণে।
সত্য ন্যায়ে মানুষ হবো
এই করেছি পণ
দেশ যে আমার মায়ের মতো
মা যেমন আপন।
আপন ভালো নয়তো ভালো
দেশের হলে ক্ষতি
অসৎপথে চাই না কভু
হতেও অধিপতি।
থাকব সবাই মিলেমিশে
সবার মুখে হাসি
এ দেশ আমার জীবন মরণ
দেশকে ভালোবাসি।
বৃষ্টি পড়ে
নাজীর হুসাইন খান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খুশির অন্ত নাইরে
বৃষ্টি পেয়ে সাদু-নাদু
লাফাচ্ছে খুব বাইরে!
টুপটুপা টুপ শব্দ করে
বরফ চাকার শিল
কুড়াতে গিয়ে মায়ের হাতে
ফাতেমা খায় কিল।
রাহাত-ফাহাদ-আবু তালহা
ভিজে একাকার
চাচ্চু দেখে চোখ রাঙালো
বাবা দিলো মার।
রোকাইয়াটা লুকাই গেছে
ধমক পাবার আগে
জান্নাত ও তাইয়েবারা
ভিজলে কেমন লাগে?
জোয়াইরিয়া কাঁদছে ঘরে
হাবীবাও তাই
কারণ তাদের বাইরে যেতে
মায়ের আদেশ নাই।
মা
চয়ন্ত বণিক
মা তুমি আমার স্বর্গসুখ
তুমি মনের খুশি,
নিজের চেয়েও তোমাকে মা
বেশি ভালোবাসি।
তোমার ছায়ায় বড় হলাম
বটবৃক্ষ যে তুমি,
তুমি যদি অসুখে রও
কাঁদি শুধু আমি।
তোমার জন্য দেখি মাগো
এই পৃথিবীর আলো,
তোমায় ছাড়া এক মুহূর্ত
লাগে না আর ভালো।
প্রকৃতির পাঠ
সামিউল ইসলাম
বাড়ির পাশে ঘাগট নদী
জল ছলছল নিরবধি
দূর আকাশে নীল
বাড়ির পাশে আরও আছে
আলাই কুড়ির বিল।
উঠোন জুড়ে গাছের সারি
ফুল বাগিচায় ফুল বাহারি
তুলির আঁকা রঙ
পাশেই আছে বসার জন্যে
ছোট্ট একটি টঙ।
একটু দূরে ক্ষেতের ফলন
শিষ নাড়িয়ে দিচ্ছে দুলন
অবাক করা মাঠ
ইচ্ছে হলেই করতে পারি
এই প্রকৃতির পাঠ।
প্রিয় দেশ
তাইফুর রহমান
মন ছুটে যায় ফুলের বাগে
মনে সুখের ছোঁয়া লাগে
গাছে গাছে কী চমৎকার!
ডাকে কত পাখি।
প্রজাপতি দারুণ নাচে
কৃষক ভাই যে মাঠে আছে
বাংলা মায়ের রূপ দেখে ভাই
জুড়ায় আমার আঁখি ।
জেলে ভাই যে নদীর বুকে
মাছ ধরে খুব মনের সুখে
সোনার ফসল কাটে চাষি
দেখতে ভালোবাসি।
জন্ম আমার এমন দেশে
চলি আমি বীরের বেশে
খুশির জোয়ার সবার প্রাণে
মুখে সুখের হাসি।
তারার মেলা
তাজুল ইসলাম নাহীদ
দূর আকাশে তারার মেলা
মিষ্টি চাঁদের হাসি,
মধুর এই না দৃশ্য আমি
ভীষণ ভালোবাসি।
দেখতে লাগে কত সুন্দর
বুঝাই কেমন করে,
অবাক হয়ে যতই দেখি
দৃষ্টি নাহি পড়ে।
মিটি মিটি করে জ্বলে
দূর গগনের মাঝে,
কে বা তাদের সাজালো ভাই
এই না রঙ্গিন সাজে।
দূর থেকে ঐ দূরের দেশে
চাঁদ তারাদের বাড়ি,
লুকোচুরি শেষে আবার
দেয় যে তারা আড়ি।
রাতদুপুরে মিট মিট জ্বলে
আলো করে বিশ্ব,
যায় না ভোলা খুব সহজে
এই অপরূপ দৃশ্য।