কবিতা
ইচ্ছেপাখি হতাম যদি
অনিন্দ্য আনিস
যখন আমার মনের সাথে আমার চলে আড়ি...
খুব সকালে নৌকাজলে
একলা আমি গগনতলে
অদেখা ওই পথ ধরে দেই শূন্যবুকে পাড়ি।
শস্যক্ষেতে কিলবিলানি পাখিরা যায় ডেকে
মিষ্টি রোদের হাত বোলানি
ঝিঙেফুলের দুলদুলানি
রাগের চোটে ঘাড় ঘুরিয়ে কেউ কী তখন দেখে?
দুপুর বেলার উদাস রোদে ক্লান্তি আসে মনে
প্রজাপতির তুলতুল ছায়া
বুকের কোণে জাগায় মায়া
ইচ্ছে পাখি হতাম যদি থেকে যেতাম বনে।
যখন আমার মনের সাথে আমার চলে আড়ি
চোখে আমার ঘুম আসে না
মায়ের মুখটা আর ভাসে না
সকল চাওয়া ভুলে গিয়ে তাই ফিরে যাই বাড়ি।
শুভ্র গোলাপ
হারুন আল রাশিদ
ভয়-ভীতিকে উপড়ে ফেলে সৎ সাহসে কাজ করে যাও
ভবিষ্যতের নকশাকাটা কর্মসূচি ভাঁজ করে যাও।
পৃথিবীকে পরিচ্ছন্ন করতে হবে
শৃঙ্খলাহীন সমাজটাকে গড়তে হবে
বেপরোয়া লোকের সাথে লড়তে হবে
প্রয়োজনে বীরের মতো মরতে হবে।
সোনালি দিন তোমার হাতে আসতে পারে
সুখ-জোসনার পূর্ণিমা চাঁদ ভাসতে পারে
মূল্যবোধের শুভ্র গোলাপ হাসতে পারে
অসভ্যতা চরমভাবে ফাঁসতে পারে।
নতুন দিনের সুর্য উঠে চতুর্দিকে ঢালবে আলো
জ্ঞান-গরিমায় ঋদ্ধ হয়ে তুমি যখন জ্বালবে আলো।
মায়ের কাছে
জাহেদুল ইসলাম বাঁধন
মায়ের কাছে বলছে খোকা
দেখো আকাশ পানে
দুধভরা চাঁদ তারার দলে
কেমন করে টানে।
ছিঁড়লো হঠাৎ চাঁদের থলি
রাত্রি যখন হয়
এইতো দেখি আলোকবাতি
দুধভরা চাঁদ নয়!
ঝলমলিয়ে উঠলো ধরা
নামলো আলোর বান
এই না দেখে খোকন নাচে
ধরলো মায়ে গান।
বৃষ্টি বাদল
শামীম খান যুবরাজ
আকাশ ভরা কালো মেঘে
সূর্যিমামা পালায় রেগে
দিনদুপুরে আঁধার নামে
বৃষ্টি বাদল আর কি থামে?
থামছে না আজ
থামছে না আজ
বৃষ্টি বাদলÑ
থামছে না আজ
নামছে না কেউ
ক্ষেতে-মাঠে
যাচ্ছে না কেউ কাজে,
মেঘের সাথে মেঘের খেলা
বাজনা বেসুর বাজে।
গুড়–ম গুড়–ম দিনদুপুরে
ঘুম কেড়ে নেয় ঘুম,
সন্ধ্যা হলেই গাঁওটা পুরো
থমথমে-নিঝ্ঝুম।
বর্ষা এলে
জুনাইদ বিন মুহিব
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
নদনদীও পুকুর ভরে
ছলাৎছলাৎ জলে।
দূর আকাশে মেঘেরডাকে
খুব কালো এই মেঘের ফাঁকে
গুড়ুম গুড়ুম বলে।
বর্ষা এলে আমার গাঁয়ে
মানুষ চলে খালি নায়ে
চতুর্দিকে পানি,
রাস্তাঘাটে প্রচুর কাদা
পিচ্ছিলে খায় আছাড় দাদা
তুলি টানি টানি।
বৃষ্টি করবে জয়
আবীর আল নাহিয়ান
বর্ষা বাদলা দিনে
ঘরের চালের টিনে
বৃষ্টি যখন ঝরে
মন বসে না ঘরে
তখন বাইরে এসে
দাঁড়িয়ে কিনার ঘেঁষে
খোকা দেখে মন ভরে
রিমঝিম জল ঝরে
বাইরে যে সব ভিজে
তার ভালো লাগে কী যে
ভেজার ইচ্ছে হয়
কিন্তু মায়ের ভয়!
তাই খোকা আনমনে
বাইরে তাঁকিয়ে রয়
ভাবে খোকা একদিন
বৃষ্টি করবে জয়!