কবিতায় অরণ্যের আকুতি

মোহাম্মদ নকিব
সংগঠক, কলামিস্ট ও কবি শেখ এনামুল হক অনেকদিন ধরেই কবিতা চর্চা করছেন। এর কিছু পত্রপত্রিকায় ছাপাও হয়েছে। এ বছর প্রকাশিত হলো তার প্রথম কাব্যগ্রন্থ চলো ফিরে যাই অরণ্যে। শিল্পী হামিদুল ইসলামের চমৎকার প্রচ্ছদ শোভিত বইটি প্রকাশ করেছে সাহিত্য কথা (৩৪, নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০)। বইয়ের ফ্ল্যাপে বলা হয়েছে, ‘কবিতাকে বলা যেতে পারে মনের ভেতরকার কথা। এসব কথা জানান দিতে কবিতার চেয়ে সেরা মাধ্যম আর কি হতে পারে।’ খুবই বাস্তবধর্মী কথা।
গ্রন্থে স্থান পেয়েছে ৩৮টি কবিতা। দম কবিতাটির কয়েকটি পঙক্তি :
দম বন্ধ শহরের ধূলি মলিন শরীর/আর পাষাণ ইট-পাথরের নিরুত্তাপে পড়া/অপ্রশস্ত গলি, সবুজের শ্যামলিমা শূন্য এ বিশাল আকাশে পাথারে/শ্রান্ত ক্লান্ত উদাসী মন ঠেকে না/তার চেয়ে চলো ফিরে যাই নীলাভ গহীনসবুজ অরণ্যে।
গ্রন্থে বার বার ফিরে এসেছে এই অরণ্য আর সবুজ। অরণ্যের অক্সিজেন এলোমেলো, ঘাসের ডগায় শিশির, নিরুত্তাপ, তবুও বেঁচে থাকা ইপতি কবিতার কথা বলা যায়। দেশাত্মবোধ ও সমাজ চেতনামূলক কবিতার মধ্যে আছে স্বাধীনতা তুমি কোথায়, একুশের প্রথম প্রহর, পেঁয়াজ নিয়ে কথকতা, দূষিত শহর কবিতায়। নানা বৈচিত্র্য আছে শেখ এনামের কাব্য কথায়। বইটি পড়লে পাঠকও আমার সাথে একমত হবেন। বইটির মুদ্রণ সৌকর্যও আকর্ষণীয়। ৪৮ পৃষ্ঠার এই বইটির দাম ১৫০ টাকা। এই বাজারে মোটেই
বেশি নয়।
বইটির বহুল প্রচার কামনা করি।