শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩
Online Edition

আলোচনার কেন্দ্রবিন্দু কবি সোলায়মান আহসান 

আশির দশকের অন্যতম শক্তিমান কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান। পৈতৃক নিবাস সিলেটে। জন্মসূত্রে ঢাকার বাসিন্দা। শিক্ষাজীবনের উত্তাল সময় কাটিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলাসাহিত্যের সাথে তার বসবাস। মূল্যবোধ ও নান্দনিকতা তার রচনার পলে পলে সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। সুঘ্রাণে মাতিয়েছেন বাংলা কবিতা, মুগ্ধ করেছেন কথাসাহিত্য, সবুজাভ উল্লাসে জমিয়ে তুলেছেন কিশোর সাহিত্যাঙ্গন। তাইতো আধুনিক বাংলা সাহিত্যে অনিবার্য নাম সোলায়মান আহসান। গত ৮ জুলাই পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর ২১৭তম মাসিক সাহিত্য আসরে কবি সোলায়মান আহসানের সাহিত্যচর্চা বিষয়ে বক্তাগণ এসব কথা বলেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক আসাদুল্লাহ মামুন, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি এরফান আলী এনাফ, কবি অভি ম-ল, কবি বান্দা হাফিজ, কবি সরদার মুক্তার আলী, রৌদ্রলিপি সম্পাদক কথাসাহিত্যিক মনির বেলাল প্রমুখ। 

বক্তাগণ আরো বলেন, সময়ের স্রোতে গা ভাসিয়ে চলা কোনো কবি নন সোলায়মান আহসান। বৈরী বাতাসে লাগাম টেনে তিনি মানবতার শ্লোক নির্মাণ করেন কালের উল্টো পীঠে। মূল্যবোধের কোমল সুবাসে সাজিয়ে চলেন জীবনবাস্তবতার নান্দনিক পাঠ। নিখাঁদ প্রেমের মশাল জ্বালিয়ে পথ চলতে অভ্যস্ত তিনি পুরো সাহিত্য জীবনেই। তাইতো তার কবিতার ভাঁজে ভাঁজে সুগন্ধি বাতাস, মানবতার গান, কষ্টের স্বপ্নদাগ। পরিচয়ের সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি সাবের রাহী, কবি শেখ তৈমুর আলম, কবি নাহিদা আকতার নদী, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি শোয়েব আলী, আবু সাঈদ আল মামুন, কবি সালেখুর রহমান সম্রাট, কবি লিটন হালিম, জুবায়ের বিশ্বাস, আহসান হাবিব, মাহমদীয়া বিনতে মামুন প্রমুখ।                 -ড. মাহফুজুর রহমান আখন্দ

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ