চেতনার দুয়ার প্রসঙ্গ কথা

ড. মাহফুজুর রহমান আখন্দ
কবিদের ঘরবসতি কবিতার সাথে। ধ্যানে জ্ঞানে কল্পনায় কবিতার শৈল্পিকশব্দ বুননই কবির কাজ। চাষ করেন উপলব্ধির। বিশ্বাস এবং চেতনাকে উপমার নদে ভাসিয়ে নেন পালতোলা নৌকার মতো। অনাবাদি মাঠকেও ভরিয়ে তোলেন ফুল ফসলে। তাইতো কবি মানেই সার্থক চাষি, শব্দশিল্পী।
এমনই এক শব্দশিল্পী কবি আর. কে. শাব্বীর আহমদ। লিখে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। বলা চলে, কবিতার সাথে তিনি ঘরবসতি গড়েছেন। ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছে প্রথম কাব্যগ্রন্থ ‘ছিন্নপ্রেম’। তারপর দীর্ঘ বিরতি কবিতার মাঠে। ‘চেতনার দুয়ার’ উন্মোচন করতে এবারে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে । ইতোমধ্যে গদ্যরচনা এবং সম্পাদনায় বেশ কিছু কাজ করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কবি আর. কে. শাব্বীর আহমদ। শিক্ষা শেষে কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যাপনা করছেন দীর্ঘদিন থেকে। অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ তার। ইদানিং কবিতার প্রতি অনেক বেশি ঝুঁকে পড়েছেন তিনি। কবিতার ভাঁজে ভাঁজে তিনি বিশ্বাসকে উচ্চকিত করেন সাহসের সাথে। প্রেমের আকাশে রঙধনু গড়েন পৃথিবীর বাস্তব উপাখ্যানের আলোকেই। মানবিক পৃথিবীর স্বপ্নে তিনি উড়াল দেন কবিতার স্বপ্নডানায়। গ্রামীণ জনপদের চিত্রপট এঁকে চলেন কখনো, কখনো বা ভ্রমণ করেন শহুরে জীবনের পিচঢালা পথে। সবুজাভ গ্রামীণ জনপদের সারল্য এবং শহুরে ঐশ্বর্যের ঘ্রাণে তিনি কবিতাকে সুবাসিত করতে চান। কবিতার শব্দ-উপমায় নৈসর্গিক জীবনকে ধারণ করে এগিয়ে চলছেন তিনি। আর. কে. শাব্বীর আহমদ একজন গীতিকবিও। প্রেম, প্রকৃতির গীতিকার হিসেবে গান রচনা করছেন নিরলসভাবে ।
সমকালীন অনুষঙ্গ এবং কবিতা মোজেজার বাস্তবতা হৃদয়ে মেখে এগিয়ে গেলে সামনের পথ আরো আলোকময় হবে। কবির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।