বৃষ্টি
আপডেট: ০৪ আগস্ট ২০২৩ - ১৩:০৪ | প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩ - ১৩:০১

নীলু হক
টিপ টিপ বৃষ্টি
কি !অপূর্ব সৃষ্টি
দিনভর চলছে
থেমে থেমে বাড়ছে।
ঝম ঝম ঝড়ছে
থামছে আবার আসছে।
বাদলের ধারা বইছে
ময়ূরের মত নাচছে
চিত্ত আমায় বলছে।
চল ছুটে চল
গতরে দেই পানি
শাপলা তুলে আনি
মা দিবে বকুনি
তবুও যাব এক্ষুনি ।
রিম ঝিম বৃষ্টি
কাদা,জলে মাখামাখি
বল নিয়ে কাড়াকাড়ি
সবাই মিলে ছোটাছুটি
বৃষ্টিতে খেয়ে লুটোপুটি।
হবে সর্দি জ্বর
লাঠি হাতে বাবা
বাড়ি চল খোকা!
না,নাহার
৩০/০৬/২৩ইং।