ঢাকা,শুক্রবার 1 December 2023, ১৬ অগ্রহায়ণ ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বৃষ্টি

নীলু হক

 

টিপ টিপ বৃষ্টি

কি !অপূর্ব সৃষ্টি

দিনভর চলছে 

থেমে থেমে বাড়ছে।

ঝম ঝম ঝড়ছে 

থামছে আবার আসছে।

বাদলের ধারা ব‌ইছে

ময়ূরের মত নাচছে

চিত্ত আমায় বলছে।

চল ছুটে চল

গতরে দেই পানি

শাপলা তুলে আনি

মা দিবে বকুনি

তবুও যাব এক্ষুনি ।

রিম ঝিম বৃষ্টি

কাদা,জলে মাখামাখি

বল নিয়ে কাড়াকাড়ি

সবাই মিলে ছোটাছুটি

বৃষ্টিতে খেয়ে লুটোপুটি।

হবে সর্দি জ্বর

লাঠি হাতে বাবা

বাড়ি চল খোকা!

না,নাহার

৩০/০৬/২৩ইং।

অনলাইন আপডেট

আর্কাইভ