শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
Online Edition

তেঁতুল গাছের ভূত 

মোহাম্মদ আফজাল হোসেন মাসুম 

হঠাৎ করে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেল অতুল। তাদের টিনের চালে এমন শব্দ বহুবার সে শুনেছে। কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে দেখে বৃষ্টির কোন লক্ষণই নেই। পুরো আকাশ মেঘ মুক্ত। সে অবাক হয়ে যায়, আবার ভয়ও পায়। শুধু অতুলই নয় তার পরিবারের অনেকেই এই বৃষ্টির শব্দ শুনেছে।  কিন্তু কেন এমন হয় তা বুঝতে পারে না কেউই।  অবশ্য ষাটোর্ধ্ব অতুলের দাদু গল্প করেছেন- তাদের ঘরের পাশের তেঁতুল গাছটায় তিন কুঁজো ভূত আছে। এক রাতে অতুলের দাদু বাড়িতে ছিলো না, সেই রাতে এমন বৃষ্টির শব্দ শুনে ঘরের বাইরে আসে দিদা, যাতে বাইরে রাখা জিনিসপত্র ভিজে না যায়। কিন্তু একাকী বাইরে এসে দেখেন বৃষ্টির কোন আলামতই নেই, একফোঁটা পানিও চোখে পড়লো না। গা ছমছম করে উঠলো।  তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখে বিশালাকার তিনটি ভূত ঝুলে আছে। দাঁত কেলিয়ে হাসতে লাগলো। ভূতগুলো উচ্চস্বরে বলতে লাগলো-’ ইরিং বিরিং তিরিং ছা, আজ খাবো তোর কলিজা'। এ কথা শুনেই বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেল দিদা। পরের দিন সকালে লোকজন এসে উনাকে উঠোনে অজ্ঞান অবস্থায় পায়। ডাক্তার এসে উত্তম চিকিৎসা দিয়ে দিদাকে সুস্থ করে তোলেন ঠিকই কিন্তু সপ্তাহ পেরুতে না পেরুতেই উনি মারা যান। সেই থেকে অতুলের পরিবার সর্বদা ভয়ে ভয়ে থাকে। কিন্তু অতুলের ইচ্ছে সে ভূত দেখবেই। 

অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝরাতে অতুলের ঘুম ভেঙে গেল সেই রহস্যময় বৃষ্টির টিপটাপ শব্দে। অধীর আগ্রহে অপেক্ষা করছে অতুল।  আজকে সে ভূত দেখেই ছাড়বে। ঘোর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবু অতুল পা টিপে টিপে চুপিচুপি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ভয়কে সে জয় করতে চায়। কিন্তু ভয় তার পিছু ছাড়ছে না, আবার ভূত দেখার অদম্য ইচ্ছে তাকে সাহস যুগিয়ে যাচ্ছে। 

অতুল দেখতে পেল চারদিকে অন্ধকার কিন্তু তেঁতুল গাছে আবছা আবছা আলো। সেই আলোর মধ্যে তিনটে বড় বড় ভূত। অতুলকে দেখেই ভূতের দল বলতে শুরু করলো-’ ইরিং বিরিং তিরিং ছা, আজকে খাব তোর কলিজা। সাহস করে অতুল ভূতের দিকে একটি ঢিল ছুঁড়তেই ছোঁ মেরে একটি ভূত তার তিন হাত লম্বা কালো দাঁত দিয়ে অতুলের ঘাড়ে কামড়ে ধরে তেঁতুল গাছের মগডালে নিযে বসলো। অতুল সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডেকে উঠলো বাঁচাও- বাঁচাও।  অতুলের চিৎকারে ঘুম ভেঙে গেল তার বাবা-মার। ঘরে লাইট জ্বেলে দেখে অতুল হাত পা ছুড়ে বাঁচাও বাঁচাও চিৎকার করছে। মা তার গায়ে হাত লাগিয়ে ডাকলো-'অতুল উঠ বাবা, কি হয়েছে?  স্বপ্ন দেখছিস, বাবা জোরে অতুলের গায়ে ধাক্কা দিল। অতুল উঠে বসলো,  সামনে মাকে পেয়ে জড়িয়ে ধরে বলল-’ মা ভূত!ভূত!! তেঁতুল গাছের ভূত আমাকে কামড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলল- ‘ কই ভূত? তুই স্বপ্ন দেখেছিস। ভূত বলে কিছু নেই। অতুল এবার ভালো করে দেখলো সে তেঁতুল গাছের মগডালে নয়, বিছানায় বসে আছে, সে লজ্জায় চুপসে গেল।

অনলাইন আপডেট

আর্কাইভ