সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
Online Edition

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় বুকে ধারণ করে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো ১৯তম বিতর্ক বিষয়ক কর্মশালা-২০২৩। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত বিতর্ক কর্মশালার আয়োজক ছিলেন ‘মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব’। গত ৩ থেকে ৫ আগস্ট, তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক বিষয়ক প্রাণবন্ত কর্মশালায় অংশগ্রহণ করে নবম ও একাদশ শ্রেণির চার শতাধিক উদীয়মান বিতার্কিক। তিন দিনব্যাপী অনুষ্ঠিত ১৯তম বিতর্ক বিষয়ক কর্মশালাÑ২০২৩’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ও বিশিষ্ট বিতার্কিক শাফায়েত উদ্দিন। ৩ আগস্ট-প্রথম দিন, কর্মশালার উদ্ধোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। ৪ আগস্ট-দ্বিতীয় দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বিতার্কিকদের উদ্দেশে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। ৫ আগস্ট-সমাপনী দিন, কর্মশালায় অংশগ্রহণকারী নবীন বিতার্কিকদের সাথে আধুনিক বিতার্কের নানাবিধ কৌশল নিয়ে কথা বলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। সমাপনী বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর শাফায়েত উদ্দিন। এসময় তিনি গঠনমূলক বিতর্ক, কাঠামো, শব্দ চয়ন, বিতর্কের পরিকল্পনা, কৌশল ইত্যাদি বিষয়ে নবীন বিতার্কিকদের সাম্যক ধারণা দেন।

মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত ১৯তম বিতর্ক বিষয়ক কর্মশালাÑ২০২৩’র সমাপনী দিনে বিশেষ আকর্ষণ ছিলো জনপ্রিয় বেহালা বাদক সালাউদ্দিনের অনবদ্য পরিবেশনা। বিতর্ক বিষয়ক তিন দিনের প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণকারী নবীন বিতার্কিকদের উৎসাহ প্রদান করতে প্রতিদিনই উপস্থিত থেকেছেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষকÑশিক্ষিকাগণ এবং উপাধ্যক্ষবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি 

অনলাইন আপডেট

আর্কাইভ