শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
Online Edition

মুক্তবুলি 

কবি নয়ন আহমেদ সংখ্যার মোড়ক উন্মোচন 

‘পাঠক যারা, লেখক তারা’ এই স্লোগান নিয়ে বরিশাল শহর থেকে নিয়মিত প্রকাশ হয় সাহিত্য পত্রিকা বা লিটলম্যাগ মুক্তবুলি। ২০১৮ সালের ০১ জানুয়ারি থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত ২৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। 

২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বরিশালের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দিশা বাংলাদেশ’ হলরুমে মুক্তবুলি ম্যাগজিন ২৮তম (জুলাই-আগস্ট ২০২৩) সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। 

অনুষ্ঠানে মুক্তবুলির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নব্বই দশকের খ্যাতিমান কবি ও শেকড় সাহিত্য সংসদের সভাপতি নয়ন আহমেদ, অধ্যাপক মাহবুবুল হক, আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কবি পথিক মোস্তফা, দিশা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউল হক, প্রভাষক কবি মাহবুব রহমান, প্রভাষক কবি আবদুর রহমান কবির, ব্যাংকার কবি সজিব তাওহীদ, ব্যাংকার কবি হাসান লেলিন, গবেষক মাহমুদ ইউসুফ, সাংবাদিক আরিফ আহমেদ, ব্যাংকার কবি শাহরিয়ার মাসুম, কবি জিল্লুর রহমান জিল্লু ও মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দীন। 

অনুষ্ঠানে কবি নয়ন আহমেদের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত কবি, সাহিত্যিক ও লেখকরা।

এবারের সংখ্যায় আলোকপাত করা হয়েছে নব্বই দশকের নিভৃতচারী, শুদ্ধতম সাধক কবি নয়ন আহমেদকে নিয়ে। কবি নয়ন আহমেদের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে বৈচিত্র্যময় প্রবন্ধ, স্মৃতিচারণ ও বুক রিভিউ লিখেছেন- আশির দশকের কবি হাসান আলীম, কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আখন্দ, নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, মুক্তবুলির নির্বাহী সম্পাদক কবি আল হাফিজ, উপদেষ্টা সম্পাদক কবি ফিরোজ মাহমুদ, কবি পথিক মোস্তফা, কথাসাহিত্যিক কাওসার আহমেদ, সাংবাদিক আযাদ আলাউদ্দীন প্রমুখ। 

এসংখ্যায় কবিতা লিখেছেন- কবি মুস্তফা হাবীব, রিপন শান, সোহেল মাহবুব, ফাতেমা তুজ জোহরা, শাহরিয়ার মাসুম, বি.এম আরিফ হোসেন মিন্টু, মোহাম্মদ আবদুল জাহের আকন, মিনহাজ সাদ্দাম, শাহীন কামাল, বিজন বেপারী, ইজাজ আহমেদ রিপন, অজয় কৃষ্ণ গোমস্তা, নুরুল আমিন, সুজন হাওলাদার জাকির, মো. জয়নাল আবেদীন খান, আবদুল্লাহ আল জুবায়ের, অফিয়া জাহিন ও তাসনিয়া তানহা। 

সংখ্যাটি সংগ্রহ করতে আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন ০১৭৮৮৭৭০০৬৩ নম্বরে। প্রতিকপির মূল্য ৫০ টাকা। 

-আযাদ আলাউদ্দীন 

অনলাইন আপডেট

আর্কাইভ