সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
Online Edition

রাহাদুল ইসলাম, ইসতিয়াক হোসেন, আবদুর রহমান, ও সুরাইয়া আক্তার সোনাগাজীতে ৪ মাদরাসা শিক্ষার্থীর বৃত্তি লাভ

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : চলতি বছর অনুষ্ঠিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার ৪ শিক্ষার্থী জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে বিজ্ঞান বিভাগের মোহাম্মাদ রাহাদুল ইসলাম লিমন, পিতা- মোহাম্মদ জামাল উদ্দিন, ইসতিয়াক হোসেন ইফতি, পিতা- ডা. মোহাম্মদ ইসমাইল, আবদুর রহমান, পিতা- আবুল হাসেম আজাদ  ও সুরাইয়া আক্তার ঝুমুর, পিতা- মোহাম্মদ নিজাম উদ্দিন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খলিল ৪ শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভে সহায়তায় মাদরাসার শিক্ষক, জিবি সদস্য ও অভিভাবক মহলের প্রতি কৃতজ্ঞতা জানান। বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনে সকলের দোয়া প্রার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ