মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

বর্ষীয়ান সমর্থককে ৫০ লাখ রুপি দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা দলের একনিষ্ঠ সমর্থক। আইপিএল ক্রিকেটে চিয়ারলিডার ধারণার প্রচলন ঘটালেও শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বহু আগেই তিনি এই দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কা জাতীয় দলকে উৎসাহ দিতে ঘরের মাঠ থেকে বিদেশেও তুমুল সমর্থন দেয়ার দায়িত্ব পালন করেছেন। 

ক্রিকেটের একটু বর্ষীয়ান সমর্থকদের কাছে নামটা পরিচিত লাগতে পারে। পার্সি আবেসেকেরা ৮৭ বছর বয়সী এ ভক্তকে ৫০ লাখ রুপি অর্থ সাহায্য করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার সুস্বাস্থ্য ও ভালো থাকার কামনায় আর্থিক এই সাহায্য করেছে এসএলসি। এসএলসির নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, যার প্রধান আবার বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। এসএলসির সম্মানিত সচিব মোহন দা সিলভা বলেছেন, ‘চিয়ারলিডার হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেটে পার্সির অবদানের কোনো তুলনা নেই। তিনি খেলোয়াড়দের শক্তি ও প্রেরণার আধার। এখন তাঁর ভালো থাকার জন্য তাকে কিছু ফিরিয়ে দেয়ার সময় হয়েছে আমাদের। শ্রীলঙ্কান ক্রিকেটের পক্ষ থেকে পার্সির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছিলেন মোহন দা সিলভা। সেখানেই বোর্ডের পক্ষ থেকে টাকাটা তুলে দেয়া হয় পার্সি আবেসেকেরার হাতে।

অনলাইন আপডেট

আর্কাইভ