মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আগামী সপ্তাহে

 স্পোর্টস রিপোর্টার: আগামী ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। পরদিনই বিশ্বকাপ খেলতে উড়াল দেবে বাংলাদেশ। এর আগেই দল ঘোষণা করবে বিসিবি। বাংলাদেশ দল ঘোষণা ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা। জালাল ইউনুস তেমনটাই বলে গেছেন, ‘২৫ তারিখে (দল) দেয়া যায় কি না দেখবো। ২৬ তারিখ অবশ্যই পাবেন।’ আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে এই ওয়ানডে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মূল দলে ঢোকার সুযোগ রয়েছে এই সিরিজে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সামনাসামনি পর্যবেক্ষণে না থাকলেও অস্ট্রেলিয়া থেকে শিষ্যদের খেলা দেখবেন। এদিকে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা থাকলেও এক সপ্তাহ পেছানো হয়েছে। পারিবারিক কারণে হাথুরুসিংহে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে থাকতে পারছেন না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ নিক পোথাস। ২৬ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধান কোচের। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বলেছেন, ‘তার (হাথুরুসিংহের) স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবেন না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবেন। ২৬ তারিখ যোগ দেবেন। এই সময়ের জন্য আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ