মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

স্থানীয় সরকার দিবস উপলক্ষে চকরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ 

চকরিয়া সংবাদদাতা: জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ একাদশ এবং ইউনিয়ন পরিষদ একাদশের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে ম্যাচ ড্র হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. শাফায়েত হোসেন চৌধুরী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী সকলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ