মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

না খেলার সিদ্ধান্তে অনড় স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলাররা

আগামী শুক্র ও মঙ্গলবার নেশনস লিগে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার তাড়া ছিল। কিন্তু বিশ্বকাপজয়ী দলের ২৩ জনসহ স্পেনের মোট ৩৯ জন খেলোয়াড় গত শুক্রবার নতুন করে বিবৃতি দেন, ফেডারেশনে ঢালাওভাবে পরিবর্তন না করলে তারা আর জাতীয় দলের হয়ে খেলবেন না। এই পরিস্থিতির মধ্যেই স্পেনের সময় সোমবার রাতে নেশনস লিগের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেন নতুন কোচ মোনৎসে তোমে। সেই দলে রাখা হয়েছে নারী বিশ্বকাপজয়ী ১৫ জন খেলোয়াড়কেও। দলে রাখলেও ২০ আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের মেয়েরা বিশ্বকাপ শিরোপা জেতে। এরপর পুরস্কারমঞ্চে স্পেনের খেলোয়াড় হেনি হেরমোসোকে একপ্রকার জোর করেই ঠোঁটে চুমু দেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।সেই চুমু-কান্ত নিয়ে স্পেন, তথা বিশ্ব ফুটবল অঙ্গনেই সমালোচনার ঝড় বয়ে যায়। সেই ঝড়ের মুখে রুবিয়ালেস বলেছিলেন, হেরমোসোকে দেয়া তার চুমু ছিল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এবং বিশ্বকাপ জয়ের আনন্দের স্বতঃস্ফূর্ত প্রকাশ। হেরমোসো অবশ্য বলেছেন, চুমুর বিষয়টি সমঝোতার ভিত্তিতে ছিল না। এর জেরে ফিফা রুবিয়ালেসকে সাময়িক নিষিদ্ধ করে। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ