মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

পিএসজি ছেড়ে কাতারি লিগে ড্রেক্সলার

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কাতারের আল-আহলিতে যোগ দিলেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ডেক্সলার। পিএসজি সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ২৯ বছর বয়সী ড্রেক্সলার স্থায়ী চুক্তিতে দোহা ভিত্তিক দলটিতে যোগ দিয়েছেন। ফরাসি জায়ান্টদের হয়ে চুক্তির এক বছর বাকি ছিল ড্রাক্সলারের। গত মৌসুমে ১২ দলের কাতার স্টার্স লিগে অষ্টম স্থানে ছিল আল-আহলি। ২০২৫ সাল পর্যন্ত তাদের সঙ্গে ড্রেক্সলারের চুক্তি হয়েছে। ইতালি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও আবদু দিয়ালোর পর তৃতীয় ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে কাতারের কোনো ক্লাবে যোগ দিলেন ড্রেক্সলার। ভেরাত্তি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ