মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

কারাবাখে আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু 

১৯ সেপ্টেম্বর , বিবিসি, এনডিটিভি: আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল নাগোরনো-কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে আজারবাইজান। গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযান শুরুর কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। একটি মাইন বিস্ফোরণ ও পৃথক আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কয়েক মাস ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত।

দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ নিয়ে  দুটি যুদ্ধ করেছে। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এরপর ২০২০ সালে আবার যুদ্ধে লিপ্ত হয় দেশ দুটি। গত বছর ডিসেম্বর থেকে আর্মেনিয়া থেকে কারাবাখ যাওয়ার একমাত্র পথ অবরোধ করে আছে আজারবাইজান। কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সতর্ক সংকেত শোনা গেছে।

মঙ্গলবার আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, আর্মেনীয় সেনারা পরিকল্পিতভাবে তাদের সেনা অবস্থানে গোলাবর্ষণ করছে। এই হামলার জবাবে স্থানীয়ভাবে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। এই অভিযানের লক্ষ্য আমাদের ভূখ- থেকে আর্মেনীয় সেনাদের অপসারণ ও তাদের নিরস্ত্র করা। 

তবে বেসামরিক বা বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে বাকু। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুলিবর্ষণের যে অভিযোগ করা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে খাপ খায় না।

অনলাইন আপডেট

আর্কাইভ