রাশিয়ার হুমকি সত্ত্বেও কৃষ্ণসাগরের বন্দর ছাড়ল ইউক্রেনের শস্যবাহী জাহাজ
১৯ সেপ্টেম্বর, এএফপি, রয়টার্স: ইউক্রেন বলেছে, কৃষ্ণসাগরের দক্ষিণাঞ্চলীয় বন্দর থেকে শস্য নিয়ে একটি জাহাজ রওনা করেছে। ওই পথে চলাচলকারী বেসামরিক জাহাজকে সম্ভাব্য সামরিক হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে রাশিয়ার হুমকির পরও এমন পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে সমুদ্রপথে রপ্তানির অনুমতি দিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি চুক্তি হয়েছিল। গত গ্রীষ্মে রাশিয়া চুক্তি থেকে সরে আসে এবং বেসামরিক জাহাজের ওপর হামলার হুমকি দেয়। এমন অবস্থায় কৃষ্ণসাগরে নতুন একটি সমুদ্রপথে রপ্তানির উদ্যোগ নেয় ইউক্রেন। নতুন ওই পথ ব্যবহার করে সম্প্রতি দুটি কার্গো জাহাজ ইউক্রেনের চোরনোমোরস্ক বন্দরে পৌঁছায়। জাহাজ দুটির একটির নাম রেজিলিয়েন্ট আফ্রিকা এবং আরেকটির নাম আরোইয়াত। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেকসান্দর কুরাকভ বলেন, রেজিলিয়েন্ট আফ্রিকা নামের জাহাজটি তিন হাজার টন গম নিয়ে চোরনোমোরস্ক বন্দর ছেড়ে গেছে। এটি বসফরাস প্রণালির দিকে যাচ্ছে।
ওলেকসান্দর কুরাকভ আরও বলেন, কৃষ্ণসাগরে নতুন করিডর ব্যবহার করে এ জাহাজটির পাশাপাশি আরও একটি জাহাজ ইউক্রেন বন্দরে পৌঁছায়। খুব শিগগির অপর জাহাজটিতে মালবোঝাই করে তা মিসরের উদ্দেশে পাঠানো হবে।