রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
Online Edition

২০২৫ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন জাভি

 আরো এক মৌসুমের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন কোচ জাভি। এর ফলে ২০২৫ সালের জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথেই থাকছেন তিনি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে চুক্তি অনুযায়ী বাড়তি আরো এক বছর মেয়াদ বাড়ানোর শর্তাবলি রয়েছে। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার ২০২১ সালে কোচ হিসেবে যোগ দেন। তার অধীনে ২০১৯ সালের পর বার্সেলোনা প্রথমবারের মত লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে। এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়ন সম্পর্কে জাভি বলেছেন, ‘আমরা একটি কঠিন মুহূর্তে অনুকূল পরিবেশে এখানে এসেছিলাম। গত মৌসুমে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছি। এই মুহূর্তে আমরা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছি।’ জাভি স্বীকার করেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত বার্সেলোনা দুটি সেরা ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই কাতালান জায়ান্টরা ৫-০ গোলে জয়ী হয়, একটি হলো লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ও অন্যটি হলো চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে রয়্যাল এন্টাওয়ার্পের বিপক্ষে।  ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ