রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় তিন পথশিশু নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। গতকাল শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই তিন শিশু। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর।  

এসআই সুনীল চন্দ্র সূত্রধর লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকালে মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিলো ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত কারো নাম পরিচয় জানা যায়নি।  

অনলাইন আপডেট

আর্কাইভ