ঢাকা, শনিবার 9 December 2023, ২৪ অগ্রহায়ণ ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, আক্রান্ত ২৫৯৬

সংগ্রাম অনলাইন: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ১৭ জন মারা গেলেন। সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৫৯৬ জন। তাদের মধ্যে ৬০৭ জন ঢাকার। এক হাজার ৯৮৯ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ২৮৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ১২০ জন। বাকি ছয় হাজার ১৬৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই লাখ আট হাজার ৮৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ৫৮৪ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ