ঢাকা, শনিবার 9 December 2023, ২৪ অগ্রহায়ণ ১৪৩০, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মী আটক, নেতৃবৃন্দের প্রতিবাদ

গাযী খলিলুর রহমান, গাজীপুর মহানগর সংবাদদাতা: আজ ২০ নভেম্বর গাজীপুর মহানগরীর ১৭ নং  ওয়ার্ডের যোগীতলা এবং টিএন্ডটি এলাকা থেকে ৯ জন জামায়াত শিবিরের নেতা-কর্মী আটকের প্রতিবাদে এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বলেছেন, সরকারের আজ্ঞাবহ  তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।জনগণ তফসিল ঘোষণার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। সরকার চলমান আন্দোলনে দিশেহারা হয়ে হামলা মামলা ভয়ভীতি এবং গ্রেফতার নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আজ সকালে বিনা কারণে সম্পূর্ণ অন্যায়বভাবে  ৯ জামায়াত শিবির নেতা কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া বাসন থানা পুলিশ জানিয়েছে,

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় মহানগরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মারুফ আহমেদ (১৮), একই থানার পূর্ব চান্দরা গ্রামের মো. শাহাজাহনের ছেলে মো. রিফাত হোসেন (১৮), মহানগরের সদর থানার সামন্তপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৩), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কায়েতপাড়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা গ্রামের আ: ছালাম সরকারের বাড়ির ভাড়াটিয়া মো. ইসমাইল হোসেন (১৫), ব্রাহ্মনবাড়িয়া জেলা নবীনগর থানার শাহবাজপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার ভাড়াটিয়া মো. ইমাম হোসাইন (১৭), গাজীপুর মহানগরের ভোগড়া জুম্মাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জোবায়ের (১৯), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ কৈইখালী গ্রামের মো. শাহজালালের ছেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া গ্রামের জামিল উদ্দিন রিফাত (১৮), গাইবান্দা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আ: মাবুদের ছেলে গাজীপুরের দক্ষিণ সালনা গ্রামের তাসলিমার বাড়ির ভাড়াটিয়া মো. মাজদার রহমান (৩৫) ও খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকষ্ঠপুর গ্রামের শামসুর রহমানের ছেলে গাজীপুরের বাংলাবাজার এলাকার নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. রহমত আলী (৩৩)।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় ফারিশতা রেস্টুরেন্টের সামনে বিএনপি-জামায়েতের হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের নামে নাশকতার মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা সকলেই জামায়াত-শিবিরের কর্মী। এদিকে জামায়াত শিবিরের কর্মীদের আটক ও কারাগারে পাঠানোর কারণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর নেতৃবৃন্দ। তাঁরা বলেন, আজ সকালে যোগীতলা এলাকা থেকে  এবং টিন্ডটি এলাকা থেকে তাদেরকে আটক করে। আমরা লক্ষ্য করছি সরকার কেয়ারটেকার সরকারের গণদাবি উপেক্ষা করে গণতন্ত্রকামী জনগণকে হামলা মামলা গ্রেফতার করে আরেকটি নীলনকশার নির্বাচন বাস্তবায়নের হীন ষড়যন্ত্র করছে। ভয়ভীতি আতংক সৃষ্টি করে চলমান গণআন্দোলনকে দমন করা যাবেনা ইনশাআল্লাহ। অবিলম্বে গ্রেফতার কৃত সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি এবং তফসিল বাতিল এবং কেয়ারটেকার দাবী মেনে নেওয়ার আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ