রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

২৫ বছরের জন্য মাঠ পেলো বাফুফে

স্পোর্টস রিপোর্টার: ফিফার অর্থায়নে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসেছিল। দুটো টার্ফের মেয়াদ শেষ হয়েছে আগেই। নতুন করে দুই মাঠে টার্ফ বসানোর জন্য সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২৫ বছরের জন্য লিজ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়া পরিষদের অফিসে দুই পক্ষের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী দুই মাঠ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।

লিজ পেয়ে এখন ফিফাকে পুরো বিষয় সম্পর্কে অবহিত করবে বাফুফে। বাফুফের কর্তকর্তারা আশা করছেন, ফিফা ফরোয়ার্ড-৩ প্রকল্পের অধীনে নতুন বছরের ফেব্রুয়ারিতে দুই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হতে পারে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘বাফুফের অনুকূলে দুটি মাঠের জন্য নতুন করে বরাদ্দপত্র তৈরি হয়ে গেছে। এখন ফিফাকে আমরা জানাবো। আশা করছি, নতুন বছরে টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এমনিতে আগের টার্ফ পুরনো হয়ে গেছে। খেলোয়াড়রা ইনজুরড হচ্ছে তাতে। তাই যত দ্রুত সম্ভব নতুন টার্ফ স্থাপন প্রয়োজন।’

অনলাইন আপডেট

আর্কাইভ