শীর্ষে ফিরল লিভারপুল
টেবিলের একদমই তলানির দল বার্নলি। তবুও লিভারপুলকে সামনে পেয়ে ঘাবড়ে যায়নি।লড়াকু পারফরম্যান্স দেওয়ার পরও শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। কেননা তাদের ৩-১ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান দখলে নেয় লিভারপুল। অ্যানফিল্ডে আজকের ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন রেকর্ড ৫৯ হাজার ৮৯৬ সংখ্যক দর্শক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এ স্টেডিয়ামে আগের রেকর্ডটি ছিল ৫৮ হাজার ৭৫৭ জন। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডে টানা ২৭ ম্যাচ অপরাজিত লিভারপুল। ঘরের মাঠে ৩১তম মিনিটে দিয়োগো জতার হেড থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। বার্নলি অবশ্য হাল ছাড়েনি তাতে। ইন্টারনেট।