শনিবার ২৫ জানুয়ারি ২০২৫
Online Edition

কিংসকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অনেকদিন ধরেই শিরোপা পাচ্ছে না আবাহনী লিমিটেড। তবে এবার অনূর্ধ্ব-১৮ বয়সীদের লিগে শিরোপার সুবাস পাচ্ছে আকাশী-নীল জার্সিধারীরা। গতকাল বুধবার আবাহনী ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে।

পুলিশ এফসির মাঠে প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। তিনটি গোলই হয়েছে বিরতির পর। আবাহনীর দুই ফরোয়ার্ড গোল করে দলের জয় এনে দেন। ম্যাচের ৪৭ মিনিটে আব্দুল্লাহ নোমান দীপু প্রথম গোল করেন। ৯ মিনিট পর ইয়াসিন আরাফাত সিফাত ব্যবধান দ্বিগুণ করেন।ম্যাচের শেষ দিকে এসে কিংস এক গোল শোধ দেয়। আবু সাইদ ৭৯ মিনিটে লক্ষ্যভেদ করেন। ৫ ম্যাচের সবগুলো জিতে আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। সমান সংখ্যক ম্যাচে কিংস দুই হারে ৯ পয়েন্ট পেয়েছে।

ম্যাচ শেষে আবাহনীর সহকারী কোচ প্রাণতোষ কুমার বলেছেন, 'আজ (বুধবার) আমরা ভালো খেলে ম্যাচ জিতেছি। আর শুধু তিন ম্যাচ বাকি আমাদের। এর মধ্যে দুটি ম্যাচ জিততে পারলেই শিরোপা নিশ্চিত হবে। আশা করি বয়সভিত্তিক লিগে শিরোপা জিততে পারবো আমরা।'

অনলাইন আপডেট

আর্কাইভ