গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসকের সভাপতিতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহাম্মেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, মনিরুজ্জামান, গাজীপুর প্রিন্ট মিডিয়ার সভাপতি শরিফ আহাম্মেদ শামীম, ইজাজ আহমেদ মিলন, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।