রয়েল এনফিল্ড কিনছেন ? ভোগাতে পারে আপনার স্বপ্নের এ বাইক
সংগ্রাম অনলাইন: কখনো যুদ্ধের ময়দানে, কখনো আবার সিনেমার পর্দায় দাপিয়ে বেড়িয়েছে তার শক্তিশালী ইঞ্জিন আর রাজকীয় লুক নিয়ে। সাম্রাজ্যবাদী রাষ্ট্র ইংল্যান্ডে ১৯০১ সালে যাত্রা শুরু করলেও এতদিনেও জনপ্রিয়তা বিন্দুমাত্রও কমেনি বাজারে।
অধিক সিসির শক্তিশালী ইঞ্জিন, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স আর ক্লাসিক স্টাইলিশ লুক সহজে বাইক প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে “রয়্যাল এনফিল্ড”।
পার্শ্ববর্তী দেশ ভারতে ১৯৪৯ সালে ৩৫০ সিসির এনফিল্ড প্রবেশ করে প্রথমে, আমাদের দেশে এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে ২০২৪ এ হলেও বাংলাদেশের বাজারে ধরা দিয়েছে রয়্যাল এনফিল্ড।
রয়্যাল এনফিল্ড কিনার জন্য শোরুমে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন কেউবা আবার ‘রয়্যাল এনফিল্ড’র সাথে একটা ছবি তুলতে দূরদুরান্ত থেকে ছুটে আসছে।
তবে, যেসব সমস্যায় ভোগাতে পারে আপনার স্বপ্নের ‘রয়্যাল এনফিল্ড’।দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চলাচলের অনুমোদন দিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের ফলে উচ্চ সিসির মোটরসাইকেল এখন স্থানীয় বাজারে প্রবেশ করেছে। বাইকপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উন্মাদনা।
সড়কপথে যাতায়াত সহজ ও নিবিঘ্ন করতে দেশে তৈরি করা হচ্ছে মহাসড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব পথে যাতায়াতের জন্য বাইকপ্রেমীদের অন্যতম মাধ্যম মোটরসাইকেল।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও মোটরসাইকেল চলাচলের অনুমতি না দেয়া হলেও, শিগগিরই এটিতেও চলাচলের অনুমতি দেয়া হবে বলে আশা মোটরসাইকেল চালকদের।
মোটরসাইকেল চলাচলে অন্যতম ব্যবহৃত একটি উপকরণ হলো হেলমেট। এটি শুধু শখের বশে নয়, দুর্ঘটনা থেকে বাঁচতেও ব্যবহার করেন মোটরসাইকেল চালকরা। যেহেতু দেশে উচ্চগতির মোটরসাইকেল এসেছে, তাই ভালো মানের হেলমেটের চাহিদাও বাড়বে।
এদিকে মোটরসাইকেল চালকের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেলের সিসি বাড়ানোয় এ দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
তিনি বলেন, দেশে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। এর পেছনে মূল কারণ চালকদের বেপরোয়া গতি। দুর্ঘটনায় অল্পবয়স্কদের মৃত্যুর হারই বেশি। এ পরিস্থিতিতে সিসি বাড়নোয় দুর্ঘটনার হার আরও বেড়ে যাবে।
দেশের সড়ক অবকাঠামো এ ধরনের উচ্চগতির মোটরসাইকেল চালানোর জন্য এখনও পুরোপুরি উপযুক্ত নয়।
যেহেতু নতুন এসেছে উচ্চগতির এ মোটরসাইকেল তাই এর ইঞ্জিনে কোনো সমস্যা দেখা দিলে ভোগাতে পারে আপনার। কারণ দেশে এখন রয়েল এনফিল্ড এর ইঞ্জিন নাই। সুতরাং সহজে আপনি ঠিক করাতে পারবেন না ।
রয়েল এনফিল্ড আরও সমস্যার সম্মুখীন হতে পারেন, উচ্চগতির ইঞ্জিন হওয়ায় অধিক শব্দ হবে এতে তেলের সমস্যায় পড়তে পারেন।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন তেল ব্যবহার নিয়ে । আমরা গাড়ি চালানোর সময় আগে তেলের কথা মাথায় আনি গাড়ির মাইলস্টোন কত যাবে ? রয়েল এনফিল্ড মাইলস্টোন জোড় হলেও ২০-২৫ কিলো মাইলস্টোন দিবে।