ঢাকা, শুক্রবার 15 November 2024, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

আজানের সময় কুকুর ডাকে কেন?

আজানের সময় কুকুর ডাকে কেন?

সংগ্রাম অনলাইন:  অনেকেরই মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে? আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে।

এ প্রশ্নের উত্তর রয়েছে প্রিয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র হাদিসে শরীফে। ‘আজান দিলেই কুকুরগুলো ডেকে উঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়ন করে।’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৫৫)

কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের (তথা জিন-শয়তান) দেখে চিৎকার করে। -আবু দাউদ মিশকাত।

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি , তিনি বলেন, "যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ্ চাইবে। কেননা, ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাওনা। " -( মিশকাত শরীফ, পৃষ্ঠা-৩৭৩)।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(13) "34.204.176.71"