অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মিরাজ
স্পোর্টস রিপোর্টার: আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। গতকাল বুধবার রাঙ্কিংয়ের সাপ্তাতিক হালনাগাদ শেষে এটা নিশ্চিত করে আইসিসি। আর টাইগারদের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান এক ধাপ নেমে আছেন ৪ নম্বরে। মূলত মিরাজের উন্নতিতেই সাকিবের অবনতি হয়েছে। শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে ভারতের রবিনচন্দ্রন অশ্বিন আর দুইয়ে তার সতীর্থ রবীন্দ্র জাদেজা। আর এক ধাপ এগিয়ে শীর্ষে পাঁচে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। টেস্টে মিরাজ সাম্প্রতিক সময়ে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান ও উইকেট তার। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বাংলাদেশ ক্রিকেটে তার যোগ্য বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নামই সবচেয়ে বেশি বলা হয়। পরবর্তী সাকিব হিসেবে ভাবা সেই মিরাজই এবার র্যাঙ্কিংয়ে ছাড়িয়ে গেলেন সাকিবকে। প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এলেন শীর্ষ তিনে, যেখানে অবসরের পর সাকিব পিছিয়ে গিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্সের ফলস্বরূপ ব্যাটিং এবং বোলিং র্যাঙ্কিংয়েও বেশ উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে তিনি এখন ৬৩ নম্বরে রয়েছেন। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে তাইজুল ইসলামের অবস্থান সেরা। তিনি ৩ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ১৮তম স্থানে। যদিও মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন আছেন ২১তম স্থানে, তবু এই র্যাঙ্কিংয়ে মিরাজের ধারাবাহিক উন্নতি বাংলাদেশের ক্রিকেটে আশার সঞ্চার করেছে।এদিকে, তাইজুল আজকের দিনের ৩ উইকেট ও আগের দিনের ২ উইকেট মিলে ৫ উইকেট নিয়েছেন এবং তার দুর্দান্ত স্পেলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে কিছুটা হলেও চাপ তৈরি করতে পেরেছেন।