এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ যুব দলের সিরিজ জয়
স্পোর্টস রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ-রিফাত-কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ যুব দল।দলের দুই ওপেনার জাওয়াদ আবরার, রিফাত বেগ আগ্রাসী শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। আবরার ৬০ বলে করেন ৬৪ রান। ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মেরেছেন। রিফাত করেন ৭২ বলে ৫৮ রান। ৫ চার ও ২ ছক্কা ছিল এই ওপেনারের ইনিংস।ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী আলীন ৯৪ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কায় করেন ৯৭ রান। শেষ দিকে সামিউন বাসির রতুল করেন ৩০ রান এবং অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ সরকার ২২ রান করলে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়েছে ৮ উইকেটে ৩১৪ রান। ৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাতের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াযিন কিরণ রাই ২ রান করে আউট হয়েছে। আমিরাতের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ৫৩ রানে, আর তৃতীয় উইকেট ৬২ রানে। নুরুল্লাহ আইয়ুব ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের লেগ স্পিনার দেবাশীষ সরকার এদিন দারুণ বল করেন এবং ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর দুর্দান্ত স্পেলে আমিরাত দল ৩৫.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। রফিউজ্জামান রফি ২১ রানে ২টি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন দেবাশীষ। আব্দুল্লাহ তারিক ছিলেন আমিরাত যুব দলের সফল বোলার। ৪৮ রানে নিয়েছেন ৪ উইকেট।টানা দুই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ (২-০) নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় রাজশাহীতে। একটি ম্যাচ কমিয়ে এনে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয় মিরপুরে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৯৫ বল হাতে রেখে ৮ উইকেটে।