ঢাকা, শুক্রবার 15 November 2024, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

গাজীপুর মহানগর মটরশ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন গ্রেফতার

গাজীপুর মহানগর সংবাদদাতা: খুন, নাশকতাসহ একাধিক মামলার আসামী গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও সরকারি সম্পত্তির ক্ষতিসহ গাজীপুর মহানগরীর তিনটি ও রাজধানীর পল্টন থানায় আলাদা চারটি মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টঙ্গীর হিমারদিঘী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার আনোয়ার হোসনে লিটন মহাজনকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(13) "34.204.176.71"