বুধবার ২২ মে ২০২৪
Online Edition

মিয়ানমারকে ২৫০ মিলিয়ন ডলার ঋণের প্রস্তাব জাপানের

নে পি দো থেকে এএফপি: মিয়ানমারকে উন্নয়ন প্রকল্পে সহায়তার লক্ষ্যে জাপান ২৫.৮ বিলিয়ন ইয়েন (২৫৮মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদানের প্রস্তুাব দিয়েছে। দেশটির সরকারি সূত্র একথা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নে পি দোতে মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে বৈঠককালে এই প্রস্তাব দেন। আসিয়ানে ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সূত্রটি জানায়, জাপান সরকারের প্রদেয় এই ঋণের অর্থ মায়ানমারের দক্ষিণাঞ্চলীয় থাইলাওয়ার বিদ্যুৎ ও একটি বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এর ফলে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ