শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ঝালকাঠিতে গর্ভবতী মা ও শিশুর জন্য আড়াই কোটি টাকা সহায়তা ॥ আওতায় নেই নলছিটি

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি জেলায় ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা’ কর্মসূচীর আওতায় গর্ভবতী মা ও শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ২ হাজার ৩শ’ ৬৮ জন মাকে প্রায় আড়াই কোটি টাকা সহায়তা দেবে। এরমধ্যে ঝালকাঠি পৌরসভার ৮শ’ জন তালিকাভুক্ত উপকার ভোগী মাকে ৯৬ লাখ টাকা ও জেলার ৪ উপজেলার ৩২ টি ইউনিয়নের ১৫শ ৬৮ জন তালিকাভুক্ত উপকার ভোগী মাকে ১ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৮শ’ টাকা দেয়া হবে বলে জানা গেছে। তবে নলছিটি পৌর শহর এ কর্মসূচির বাইরে থাকার কারণে জেলার অবহেলিত নলছিটি পৌরসভার গর্ভবতী মা ও শিশুরা পুষ্টি ও সুস্বাস্থ্য বিষয়ক এ সহায়তা থেকে বাদ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় এ কার্যক্রম চলতি বছরের জুলাই থেকে ২০১৬ সনের জুন পর্যন্ত অব্যাহত থাকবে। ঝালকাঠি পৌরসভার ৮শ’ জন মায়ের মধ্যে প্রতি মা প্রতি মাসে ৫শ’ টাকা হারে ২ বছরে ১২ হাজার টাকা করে পাবেন। ইউনিয়ন পর্যায়ে ১৫শ’ ৬৮ জন মায়ের মধ্যে প্রতিমাসে ৪শ’ টাকা হারে ৯ হাজার ৬শ’ টাকা করে পাবেন। জেলার ৩২টি ইউনিয়নের প্রতিটিতে ৪৯ জন করে দরিদ্র মায়েরা উপকার ভোগী এ মাতৃত্বভাতা প্রাপ্তির আওতায় আনা হয়েছে। মোট ২ হাজার ৩শ’ ৬৮ জন গর্ববর্তী ও প্রসূতি মাকে এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত করা হলেও আবেদনকারী সংখ্যা কয়েক গুণ বেশি ছিল বলে জানিয়েছে ওই সূত্রটি। পাঁচদিন ধরে এ কর্মসূচির বাছাই কার্যক্রম চলে ৩ নবেম্বর তালিকাভুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাছাই কমিটির সভাপতি ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সচিব জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন ছাড়াও কমিটির সদস্য হিসাবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, পারিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফেরদৌস বেগম, মহিলা কাউন্সিলর রিজিয়া বেগমসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা জাকির হোসেন জানায়, ২০১০ সাল থেকে ঝালকাঠিতে এ কার্যক্রম শুরু হয়। শুরুতে প্রতিমাসে প্রতিজন মাকে ৩শ’ ৫০ টাকা হারে ২ বছরে ৮ হাজার ৪শ’ টাকা দেয়া হতো। বর্তমানে তা বাড়িয়ে পৌরসভায় ৫শ’ ও ইউনিয়নে ৪শ’ টাকায় উন্নীত করা হয়েছে। জেলা শহরের পৌরসভা/সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পর্যায়ে এ বরাদ্দ রয়েছে। নলছিটি পৌরশহর উপজেলাধীন থাকায় এ বরাদ্দের বাইরে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ