ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

বাড্ডা, মহাখালী ও ফার্মগেটে শিবিরের মিছিল

২০ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা, মহাখালী ও ফার্মগেটে এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী সাংগঠনিক সম্পাদক বলেন, আন্দোলনে দিশেহারা হয়ে অবৈধ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের কুখ্যাত রক্ষীবাহিনীর মত ব্যবহার করছে।  তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করে, গুম করে, নির্যাতন করে অতীতে রক্ষীবাহিনী ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি এবারো পারবেনা।  তিনি আশা করেন অতিশীগ্রই সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
এসময় শিবির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে ও ইটপাটকেল ফেলে রাস্তা অবরোধের চেষ্টা চালায়।
মিছিলে অন্যান্যের মধ্যে, মহানগরী ছাত্র আন্দোলন সম্পাদক, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি, ভাটারা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৯টায় মহাখালীর কাঁচাবাজার এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা। মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদকের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে তিতুমীর কলেজ সভাপতি, আইএইচটি সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারীসহ কলেজের অন্যন্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় একই সময়ে ফার্মগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। কলেজ সভাপতির নেতৃত্বে মিছিলে কলেজের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ