ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

মগবাজারে ২০ দলের বিক্ষোভ মিছিল

কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা, পঙ্গু করা ও গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ৮.৩০টায় মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড। মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, যুবনেতা তবিবুর রহমান, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও মুরাদ হোসেন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজপথে নেমে আসা ছাত্রজনতা বাকশালী আওয়ামী অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না। যৌথবাহিনীর নামে হত্যা, গুম, লুটপাট, গুলি করে পঙ্গু করার মতো সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর জনগণ আইন অমান্য ও অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। জনতার গণবিস্ফোরন স্বৈরাচারের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই ছাড়বে। জনগণের লাশের উপর দাঁড়িয়ে অতীতে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকতে পারেনি, নব্য স্বৈরাচার আওয়ামীলীগও পারবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ