ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

ইসলামী ব্যাংকের ইপিএস বেড়েছে ৩৯%

অনলাইন ডেস্ক: তৃতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র জানায়, সর্বশেষ ৩ মাসে (জুলাই- সেপ্টেম্বর, ২০১৬) কোম্পানির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।

ইসলামী ব্যাংক চলতি বছরে প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৬) প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৪ পয়সা।

আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় এ তথ্য বেরিয়ে আসে।

ইসলামী ধারার প্রথম বাংলাদেশী ব্যাংকটি ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে এর পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। রিজার্ভে আছে ৩ হাজার ১১৯ কোটি ২৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ৩১ টাকায় ইসলামী ব্যাংকের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা ও সর্বনিম্ন ২১ টাকা।

অনলাইন আপডেট

আর্কাইভ