শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ফুলবাড়ীতে দুস্থদের বিনামূল্যে চক্ষুসেবা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে দুস্থ রোগীদের চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে গত রোববার  শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালিত, আর্দশ বিদ্যাপীঠ এর উদ্দোগে ও ডিপ আই কেয়ার রংপুর এর সহযোগিতায়, সুজাপুর প্রাইমারী সরকারী বিদ্যালয় সংলগ্ন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এই চক্ষুসেবা অনুষ্ঠিত হয়।
ডিপ আই কেয়ার এর কো-অর্ডিনেটর মোঃ বদরুল হাছান রাজু বলেন, ডিপ আই কেয়ার ফাউন্ডেশনের চিবিৎসক ডা. ফারুক হোসেনের নেতৃত্বে, ৮ সদস্যর একটি চিকিৎসক দল, সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চক্ষু রোগীকে বিলামুল্যে চিকিৎসা প্রদান করেছেন, এর মধ্যে ৩০ জন রোগীর বিনামূল্য ছানী অপারেশন করা হয়েছে এবং ১০০ জনকে চশমা প্রদান করা হয়েছে। এছাড়া বাকিদের চিকিৎসা পত্র প্রদান করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ